মোঃশরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ ডিবি উত্তর। শুক্রবার (১১ মার্চ) সকালে কালিহাতী পুরাতন থানা রোডস্থ কাঁচা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলো – কালিহাতী পৌর শহরের সালেংকা গ্রামের নজরুল ইসলামের ছেলে ফরমান ( ২৬) ও বেতডোবা গ্রামের নুরুন্নবী সরকারের ছেলে মুন্না মিয়া ( ২১)।
টাঙ্গাইল জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের দিক নির্দেশনায় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী পুরাতন থানা রোডস্থ কাঁচা বাজার এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) উত্তর এস আই জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।