মোঃশরিফুল ইসলাম (কনক)
কালিহাতি প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো নাজমুল হুসাইন সভাপতিত্ব করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ১৩৩, কালিহাতি ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।
আরো উপস্থিত ছিলেন কালিহাতী অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বি. আরডিবি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সহ সরকারী বেসরকারী কর্মকর্তা, সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।