বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

কাশ্মীর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ১জনের মৃত্যু।

 

মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ভোলার লালমোহন উপজেলাধীন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কাশ্মীর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই ভয়াবহ আগুনের দৃশ্য দেখে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে গেছে ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান৷ এই অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা৷ বুধবার (২ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৪ টার দিকে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, গভীর রাতে কাশ্মীর বাজারের দিদার মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়৷ দাউ দাউ করে বাজারে আগুন লাগার দৃশ্য দেখে মোসলেউদ্দিন সরদার (৫৫) নামের এক ব্যবসায়ী হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন৷ স্থানীয় লোকজন শত চেষ্টা করেও আগুন নেভাতে পারে নি৷ খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশনের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়৷ ঠিক ততক্ষনে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মুদি, ফার্মেসি, চায়ের দোকান ও কীটনাশকের দোকানসহ ৭টি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান৷ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ৷ ঘটনা শুনে ভোলা জেলা প্রশাসক মৃত মোসলেউদ্দিন সরদারের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা অনুদান দেবে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ