মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ বাড়তে থাকে। এ নিয়ে নোয়াখালীর চাটখিলে ক্ষুব্ধ জনতা আছরের নামাযের পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাটখিল বাজার বিক্ষোভ মিছিল করেন।
আজ,বুধবার(১৩ অক্টোবর) বিকালে বিক্ষোভ মিছিলটি চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা এর তীব্র নিন্দা এবং এর সাথে জড়িতদের অতি দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান।