অনলাইন ডেস্কঃ
কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত দুদিনের বৃষ্টির পর বেড়েছে কুয়াশা আর ঠাণ্ডা বাতাসের দাপট।
বৃষ্টি বন্ধ হলেও আকাশে রয়েছে ঘন মেঘ। তীব্র হিমেল হাওয়ার কারণে বাইরে লোক চলাচল কমে গেছে। হাটবাজারগুলোতেও নেই লোকজনের সমাগম। তবে শ্রমজীবী মানুষজন কনকনে শীত উপেক্ষা করে বের হচ্ছেন কর্মে।
রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে দরিদ্র ও ছিন্নমূল মানুষরা রয়েছেন চরম দুর্ভোগে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, গত দুদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।