শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জের ঘুষখোর এসআই বদলি হলেও পরিদর্শক এখনো বহাল তবিয়তে

 

কামাল চৌধুরী, নোয়াখালী থেকে :

অভিযানের নামে ৩ জনকে থানায় আটকে রেখে ৩৩ হাজার ৭শ টাকা ঘুষ নেয়ার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমানকে চট্টগ্রাম জেলায় বদলি করা হলেও পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এখনো বহাল তবিয়তে রয়েছে ।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন এক চিঠিতে এ বদলির আদেশ জারি করেন।
আজ সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (২১ নভেম্বর) এসআই মোহাম্মদ মাহফুজুর রহমানের কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এতে তাকে বলতে শোনা যায়, শুক্রবার (১৯ নভেম্বর) চরহাজারী ইউনিয়ন থেকে তিন জনকে আটক করে ৩৩ হাজার ৭০০ টাকা আদায় করেছেন। সেখান থেকে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদকে ১৩ হাজার টাকা দিয়েছেন।

এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এসআই মাহফুজুর রহমানকে চট্টগ্রাম জেলায় বদলি করা হলেও পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তবে পরিদর্শক আবুল কালাম আজাদ ও এসআই মাহফুজুর রহমান ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। অডিওটি যড়যন্ত্র বলেও দাবি করেছেন এসআই মাহফুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ