অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার এসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমদ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার থেকে এ হাসপাতালেই চিকিৎসাধীন।