শফিক টুটুল পিরোজপুরঃ
পিরোজপুর জেলায় ১৭ ই জানুয়ারি খালেদাজিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১০ জানুয়ারি সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নাজিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ সহি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন কমিশনার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির আহম্মেদ বাচ্চু, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম সাধারণ সম্পাক, পিরোজপুর জেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড: রহিমা আক্তার হাসি। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম ও সাংগঠনিক সম্পাদক শাহানাজ পারীভন সহ উপজেলার বিএনপির সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বকৃতায় বলেন আগামী ১৭ ই জানুয়ারি দেশ নেত্রী বেগম খালেদাজিয়ার সু-চিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তাই এই কেন্দ্র ঘোষিত সমাবেশকে স্বার্থক ও সফল করতে সকল নেতাকর্মীদের যোগদান করার জন্য কেন্দ্র দিয়ে আহবান করছি।