নিজস্ব প্রতিবেদকঃ রাউৈজান পৌরসভার মেয়র এ যেনো গরিব দুঃখি খেটে খাওয়া মেহনতি মানুষের বন্ধু। মেয়র জমির উদ্দিন পারভেজ তিনি প্রতি বস্তা ময়লা ক্রায় করে ২০০ টাকা করে দিয়ে দেন। তারাও যেনো আনন্দ পায় ময়লা বিক্রি করে। তার জন্য বস্তায় বস্তায় ময়লা নিয়ে হাজির হয়ে যায় গরীবের বন্ধু মেয়র জমির উদ্দিন পারভেজ এর কাছে। এ যেনো এক ভালোবাসার মানুষ মেয়র। তার সাথে কারো তুলনাই হয় না।