রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন

গলাচিপায় ট্রাকের সাথে সংঘর্ষে মিশুক চালকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (২৫) নামের একজন চালক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার আমখোলা বাজার সংলগ্ন গলাচিপা-শাখারিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত পৌনে ৯ টার দিকে আমখোলা বাজারের পশ্চিম পার্শ্বের শিকদার বাড়ির সন্নিকটে গলাচিপা-শাখারিয়া মহাসড়কে ট্রাক ও মিশুকের সংঘর্ষে মিশুকের ড্রাইভার রহিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মিশুকটি হরিদেবপুর থেকে শাখারিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মিশুকটিকে ধাক্কা দিলে মিশুকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার সময় মিশুকটিতে কোন যাত্রী ছিল না।

গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম সাংবাদিকদের বলেন, ঘাতক ট্রাকটিকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ