ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড লালমোহন সার্ভিস পয়েন্ট আল-ফালাহ প্রকল্প শুভ উদ্বোধ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড লালমোহন অফিস কর্মকর্তা বৃন্দের আয়োজনে অফিস কার্যলয়ে সার্ভিস পয়েন্ট আল-ফালাহ প্রকল্প শুভ উদ্বোধ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি বৃন্দদের ফুল দিয়ে স্বাগত জানিয়ে লালমোহনের গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিঃ এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত ও সনাতন ধর্মের গিতা পাট, জাতীয় সংগীত এর মধ্যেও দিয়ে আগত অতিথি বিন্দ ও অফিস কর্মীদের নিয়ে কেক কাটার মধ্যেমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিঃ ভোলা জোন এর সহকারী ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব এম.তৌহিদুল আলম মাননীয় উপদেষ্টা গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিঃ।
প্রধান অতিথি তার বক্তব্য, বিজয়ের মাস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহিদদের স্মরণ করে কোম্পানির উদ্বোধন অনুষ্ঠানের ব্যাপারে, কোম্পানির বিনিয়োগসহ কোম্পানির সার্বিব অবস্থা আলোচনা সভায় তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধাও চেয়ারম্যান লালমোহন উপজেলা পরিষদ, জনাব আক্তার হোসেন দিদার, প্রকল্প পরিচালক আল-ফালাহ, গোল্ডেন লাইফ ইনসুরেন্সের লিঃ, জনাব মামুনুর রহমান, উপ ব্যাবস্থাপনা পরিচালক গোল্ডেন লাইফ ইনসুরেন্সের লিঃ।
জি.এম মোঃ সিরাজ মাসুদ ও বি.এম মোঃ শাহাবুদ্দিন মিয়ার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ রিপন শান সহ অফিসের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যে দিয়ে অনুষ্ঠানের সকল কার্যক্রম শেষ করলেন গোল্ডেন লাইফ ইন্সুরেন্স লিঃ ভোলা জোন এর সহকারী ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন খান।