জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি
বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সাতক্ষীরায় দুই দিন টানা বর্ষনে বিপর্যস্ত জনজীবন, ২৪ ঘন্টায় ৬১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড
দমকা হওয়া ও মুষলধারে বৃষ্টির ফলে বিপাকে পরেছে খেটে খাওয়া মানুষেরা।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, উত্তর-পশ্চিম বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গপোসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর – উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দূর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে বিরাজ করেছে। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিনত হবে। যার ফলে সাতক্ষীরার উপকূলীয় অ লে অস্থায়ী দমকা ঝড় হওয়াসহ বৃষ্টি ও বর্জ্রসহ বৃষ্টি হচ্ছে। সাতক্ষীরা উপকূল সমুহকে ৩ নম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৪১ মিলি মিটার বৃষ্ঠিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি আজ সারাদিন চলতে পারে এবং আগামী কাল অবস্থার উন্নতি হতে পারে বলে তিনি জানান।