বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে বাতাসে উল্টে যাওয়া ব্যানার ঠিক করতে গিয়ে ইলেকট্রিক শটে দগ্ধ হয়ে ওয়ার্ড সচিবের মৃত্যু

 

 

মোঃ শহিদুল ইসলাম শহিদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের ইপিজেড থানার সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় ব্যানার ঠিক করতে গিয়ে দগ্ধ রিফাত উদ্দিন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নম্বর হালিশহর ওয়ার্ডের সচিব ও সহকারী নিবন্ধন অফিসারের দায়িত্বে ছিলেন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল পৌনে নয়টার সময় ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মুসলেহ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। তিনি বলেন, ‘ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়েছে। তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে। পারিবারিক কবরস্থান ফৌজদারহাট এলাকায় তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের ইপিজেড থানার সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় বাতাসে উল্টে যাওয়া ব্যানার ঠিক করতে গিয়ে ইলেকট্রিক শটে দগ্ধ হয়েছিলেন রিফাতকে ওখান থেকে উদ্ধার করে তাৎক্ষণিক তাকে দ্রুতগতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে নিয়ে আসা হয়। সাথে, সাথে চিকিৎসকরা তাকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু করেন পরে রুগির অবস্থার অবনতি হলে ওইদিন রাত ৯টার সময় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা,শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। গত কাল সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের সময় হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ