মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের কাপ্তাই রাস্তা মাথা একটি বাস হেলপার কে মারধরের ঘটনাকে কেন্দ্র করে কাপ্তাই সড়কে বাস চলাচল বন্ধ ৬ ঘন্টা। এতে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েন।
রোববার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস চলাচল বন্ধ হয়।
পরে চট্টগ্রাম মেট্রোপলিটন সিএমপি ট্রাফিক পুলিশের (উত্তর) উপ-কমিশনার জয়নুল আবেদীনের হস্তক্ষেপে
যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে বিকেলে যান চলাচল শুরু হয়।
ট্রাফিক পুলিশের (উত্তর) উপ-কমিশনার জয়নুল আবেদীন বলেন, ঘটনার খবর শুনেই সেখানে ট্রাফিক পুলিশের সদস্যরা বাস মালিক নেতাদের সঙ্গে কথা বলেন।
আমরা বলেছি, যদি আপনাদের কোনও শ্রমিক আহত হয়, তাহলে আপনারা থানায় মামলা করেন। থানা মামলা নিবে।
মারধরের কারণে সড়ক অবরোধ করে সাধারণ যাত্রীদের কষ্ট দিতে পারেন না। পরে তারা বাস চলাচলের অনুমতি দেন।
তিনি আরও বলেন, বাস মালিকদের দাবির প্রেক্ষিতে কাপ্তাই রাস্তার মাথা থেকে অবৈধ সিএনজি অটোরিকশা স্টেশন উচ্ছেদ করা হয়েছে।
চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, শনিবার (১ জানুয়ারি) এক হেলপারকে সিএনজি অটোরিকশা শ্রমিকরা মারধর করে। এসময় এক মহিলা যাত্রীকেও লাঞ্ছিত করেছে তারা। এ ঘটনার প্রতিবাদে আমাদের শ্রমিকরা রোববার (২ জানুয়ারি) বাস চলাচল বন্ধ রাখে। অবৈধ সিএনজি অটোরিকশা উচ্ছেদেরও দাবি জানায় তারা। পরে পুলিশ সেই অবৈধ স্টেশন সরিয়ে দিলে বাস চলাচল শুরু হয়।