আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন থানার হাট বাজারের বাবুল টেলিকম নামক মোবাইলের দোকানে গত ০৭/০১/২০২২ তারিখ রাতে অজ্ঞাতনামা চোরেরা টিন কেটে দোকানে প্রবেশ করে মোবাইল ফোন, ল্যাপটপ কম্পিউটার,বিভিন্ন যন্ত্রাংশসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। উক্ত অভিযোগ এর ভিত্তিতে অত্র থানায় একটি চুরি মামলা রুজু করে এস আই সালাউদ্দিন এর উপর তদন্তের দায়িত্ব প্রদান করা হয়।অফিসার ইনচার্জ জিয়াউল হক এর সার্বক্ষনিক তদারকিতে এসআই সালাউদ্দিন সর্বোচ্চ পরিশ্রম ও প্রযুক্তিগত সহায়তায় চোর চক্র সনাক্ত করেন ও অভিযান পরিচালনা করে ৩ জন কে আটক করেন।এবং আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আসামিদের হেফাজত থেকে উক্ত দোকানের চুরি যাওয়া সকল মালমাল উদ্ধার হয়।আসামিদের জিজ্ঞাসাবাদে ইতোপূর্বে উক্ত এলাকার ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি যাওয়া মালামালও আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়।