আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী খলিল উল্যাহ খলিল (বর্তমান মেম্বার) মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন। এই সমাজসেবক ব্যক্তিগত জীবনে নির্লোভ, নিরহংকারী একজন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। ইতিমধ্যে মানুষের যেকোন সমস্যায় তিনি ছুটে গেছেন, সাধ্যনুযায়ী পাশে দাঁড়িয়েছেন। আর সেজন্যই খলিল মেম্বারের উঠান বৈঠকগুলোতে দেখা গেছে সাধারণ মানুষের ব্যাপক সাড়া। স্থানীয় ভোটাররা জানান, অন্যান্য প্রার্থীদের থেকে খলিল উল্যাহ খলিল অনেক এগিয়ে আছেন। সাধারন মানুষ তাকে ভালবাসে তার ভদ্রতার জন্য। এ বিষয়ে খলিল মেম্বার বলেন, আমি এই গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি। সাধারণ মানুষের ভালবাসা, দোয়া আর সমর্থনে ইনশাআল্লাহ যদি পূণরায় ইউপি সদস্য নির্বাচিত হই, তাহলে আগামীদিনে গ্রামবাসীকে সাথে নিয়ে ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।