আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
রাত কিংবা দিন, দেখার সময় নেই মোঃ রোকন উদ্দিনের। ২৪ ঘন্টায় ব্যাস্ত থাকেন দলীয় কাজে । যখনি ডাক দেয় দল, নিজের শরীরের দিকে খেয়াল না রেখেই ছুটে যান ৩৪ বছরের এ যুবক। ঝাঁপিয়ে পড়েন দলের জন্য জীবন দিতে, দ্বায়িত্ব কে নিজের অস্তিত্ব মনে করেন তিনি । ঝড়, তুফান, এমনকি বজ্রপাতকেও হার মানেননা মফস্বল এলাকার এ নেতা, ইউনিয়ন এমনকি উপজেলা জুড়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের যতো প্রোগ্রাম হয় সব গুলো প্রোগ্রামে কর্মী নিয়ে তিনি সবার আগে উপস্থিত হয় । সহানুভূতি দিয়ে ৫নং চরজুবিলী ইউনিয়নে গড়েছেন হাজারো যুবলীগের কর্মী, যুবলীগ করলেও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের দল গুলোর বিপদে আপদে থাকে সবসময় সক্রিয়। কথায় আছে যদি নেতৃত্ব চাও তবে দুর্দশাগ্রস্ত মানুষদেরকে অনুগ্রহ করো, ঠিক তাই যুবলীগ নেতা রোকন করছে গরীব দুঃখী মেহনতী মানুষের উপকার ও সহযোগিতা, করোনার শুরু থেকে চরমহিউদ্দিনে স্ব উদ্যোগে ত্রাণ সামগ্রী গরীব, দুঃখী, মেহনতী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন, সমাজের অবহেলিত মানুষদের জন্য এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এ নেতা । এতোক্ষণ বলছিলাম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোঃ রোকন উদ্দিনের কথা । তিনি ৯নং ওয়ার্ড যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী, মোঃ রোকন উদ্দিন যদি চরমহিউদ্দিন ইউনিয়ন (সাংগঠনিক) যুবলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পান, তাহলে চরমহিউদ্দিন ইউনিয়ন হবে যুবলীগের ঘাঁটি এমনটাই মনে করছেন চরমহিউদ্দিনবাসী ।