স্টাফ রিপোর্টোর: মানুষের দৌড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে
চাটখিল উপজেলার মল্লিকা দিঘীর পাড় বাজারে যাত্রা শুরু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। বুধবার দুপুরে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড, মোঃ মাহবুব উল আলম ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই এজেন্ট ব্যাংক শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলার মল্লিকা দিঘীর পাড় বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিলপাড়া ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন, ব্যাংকটির কর্মকর্তা আবু তালেব মোহাম্মদ শাহ আলম চৌধুরী ও হুমায়ন কবির। মল্লিকা দিঘীর পাড় বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান পাটোয়ারী, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন,ব্যাংকের উদ্যোক্তা গাজী সফিকুল ইসলাম,ইউপি মেম্বার ফারুকের রহমান, বাচ্চু ওজি প্রমূখ।
সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি জাফর আলমের সভাপতিত্বে ব্যবসায়ী জাফর আহমেদ জুয়েলের সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, ইমাম, শিক্ষক সহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।