স্টাফ রিপোর্টোরঃ
মা- শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এবং বিনামূল্যে ২৪/৭ নরমাল ডেলিভারি সেবা উপযোগী ও প্রাতিষ্ঠানিক চিকিৎসা সহ বিভিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে নোয়াখলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন হাজির বাজারে মঙ্গলবার ১৫ মার্চ সকাল ১০টায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উদ্ভোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ভবন উদ্ভোধন করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোঃ মোসা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ পরিচালক পরিবার পরিকল্পনার বিভাগ নোয়াখালীর এ কে এম জহিরুল ইসলাম, চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন, নোয়াখালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ মানিক ও এলাকায় সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তৃতা বলেন, এলাবাসীকে বিনামুল্যে প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি সেবা গ্রহনের জন্য মা বোনদের অনুরোধ জানান।