রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন

চাটখিলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

 

স্টাফ রিপোর্টোরঃ
নোয়াখালীর চাটখিলের মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪৫০০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১২ মার্চ) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শুক্রবার (১১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বদলকোট ইউনিয়নের মুটকী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জসিম উদ্দিন পাশ্ববর্তী চাঁদপুর জেলার শাহারাস্তি থানার সামপুর গ্রামের মজুমদার বাড়ির আব্দুল হাইর ছেলে।

জানা যায়, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারির সাথে জড়িত। তার বাড়ি চাটখিল ও চাঁদপুর সীমান্তবর্তী হওয়ায় সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যেত।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত। শনিবার (১২ মার্চ) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ