স্টাফ রিপোর্টোরঃ নোয়াখালীর চাটখিলে উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৬ই ফেব্রুয়ারী বিকেলে চাটখিল পিজি হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন নোয়াখালী ১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, চাটখিল উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, চাটখিল উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, চাটখিল উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক কামরুল কাননসহ প্রমূখ।
বক্তারা প্রানিসম্পদ সংরক্ষণ ও বেকারত্ব দূরীকরণে প্রানিসম্পদ অধিদপ্তরের ভূয়সী প্রশংসা করেন।