স্টাফ রিপোর্টোরঃ
“রক্ত দানে হয়না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভুতি। হাসবে রোগি বাঁচবে প্রান, স্বেচ্ছায় করবো রক্ত দান। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উদযাপিত হলো এন সোস্যাল ব্লাড ডোনেট ক্লাবের ৩য় বর্ষপূর্তি ও ৫০০ শত ব্যাগ রক্তদান উদযাপন অনুষ্ঠান।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১৬ মার্চ বুধবার সন্ধ্যায় জীবনগর মাধ্যমিক স্কুলের মাঠে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় সংগঠনটির বর্ষপূর্তি।
অনুষ্ঠানে শাহাদাত হোসেন শাকিলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ রিয়াদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, নোয়াখলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি মোঃ মানিক, নোয়াখলা ইউনিয়ন পশ্চিম বিএনপির সভাপতি ওমর ফারুক হোসেন মধু, বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রব্বান উল্ল্যা, সোনালী ব্যাংকের চাটখিল শাখার কর্মকর্তা ইমাম হোসেন।
আরোও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, সম্পাদক সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।