শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন

চাটখিলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মো: মনির হোসেন (স্টাফ রিপোর্টোর): প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃর্ত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার করেন চাটখিল থানা পুলিশ।

নোয়াখালীর চাটখিল উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত ফাতেমা তুজ জোহরা ওরফে সোনিয়া (৩০) উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের লামচার গ্রামের নতুন ভূঁইয়া বাড়ির প্রবাসী কামাল হোসেনের স্ত্রী।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যা ৫টার টার দিকে উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের লামচার গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে চাটখিল থানা পুলিশ।

তবে নিহতের স্বজনদের অভিযোগ স্বামীর পরিবারের লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে, ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে রোববার বিকেলের দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাঁর স্বামী একজন প্রবাসী। স্ত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে নিহতের স্বামী বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
সর্বশেষ চাটখিল থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। এবং জানানো হয়েছে, থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ