বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন

চাটখিলে ছবি ও প্রতীক নিয়ে টি-শার্ট তৈরী করে আচরণ বিধি লঙ্ঘণ, শো-কোজ হলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

 

স্টাফ রিপোর্টোরঃ
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ খোকন নিজের ছবি ও আনারস প্রতীকের ছবি দিয়ে টি-শার্ট (গেঞ্জী) তৈরী করে সমর্থকদের দেয়ায়, তার বিরুদ্ধে নির্বাচন আচরন বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার সকালে উপজলা নির্বাচন অফিস তাকে কারন দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়েছে।
কারন দর্শানো নোটিশে বলা হয়েছে, মোঃ আবদুল্লাহ ওরফে খোকন প্রকাশ ছোট খোকা তার সমর্থকদের তার নিজের এবং প্রতীকের ছবি সম্বলিত গেঞ্জী পরিধান করে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে যা নির্বাচন আচরন বিধি ২০১৬ এর স্পষ্ট লংঘন। নোটিশে তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এদিকে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী গোলাম হায়দার কাজলের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আবদল্লাহ খোকনের বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা বিলিসহ নানা অভিযোগ করছেন।
শো-কজের বিষয়ের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, সন্তেষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ