শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

চাটখিলে জনগণের সেবক হতে চান মেম্বার প্রার্থী জাকির হোসেন মজিদ।

 

স্টাফ রিপোর্টোরঃ জমে উঠেছে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। শুরু হয়েছে ভোট যুদ্ধ। উচ্চ আদালতের রায়ের কারনে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নোয়াখলা ইউনিয়ন পরিষদ এর নির্বাচন ১০ই জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা নোয়াখলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বার পদে (সিলিং ফ্যান) প্রতীকে প্রার্থী হয়েছেন জাকির হোসেন মজিদ।
তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঘরে ঘরে, ভোটার দের কাছে নিজের অবস্থান ও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচিত হলে এলাকায় সামাজিক কাজের পাশা পাশি বিভিন্ন মানবিক সেবা অব্যাহত রাখবেন। এলাকার মাধকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সুন্দর সমাজ গড়ার আশ্বাস দেন। সরকারি সকল সুযোগ সুবিধা জনগণের কাছে পৌছে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গ যে, ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ৫ই জানুয়ারি উপজেলা ৯টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। ৮নং নোয়াখলা ইউনিয়নে উচ্চ আদালতে স্থগিতের আদেশের পরিপেক্ষিতে আগামী ১০ই জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই প্রার্থীরা ভোটের মাঠে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ