স্টাফ রিপোর্টোরঃ
উতসাহ উদ্দীপনায় পালিত হলো দক্ষিন মোহাম্মদ পুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান।
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ৭টার সময় দক্ষিণ মোহাম্মদপুর তালিমুল কোরআন নূরানী মাদ্রাসার মাঠে ট্রাস্টের সাধারণ সম্পাদক মুফতি হাফেজ মোঃ তোহা’র সঞ্চালনায় হাফেজ মোঃ ইয়াছিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছ আহমেদ হানিফ, মাষ্টার সুলতান আহমদ, ইউসুফ আলী মেম্বার।
আরো বক্তব্য রাখেন প্রবাসী নুর ইসলাম, প্রবাসী আব্দুস সামাদ, সাংবাদিক ও সংগঠক মনির হোসেন সোহেল, ছাত্রনেতা মনির হোসেন শুভ, মাষ্টার ফারুক, সাংবাদিক সিরাজুল ইসলাম হাছান, ছাত্রনেতা রবিউল আলম রবিন প্রমূখ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ইয়াছিন চৌধুরী, সাংবাদিক রানা, ফরিদ উদ্দিন, ওমর ফারুক, বিপ্লব, শাহ জাহান, শাহ সামাদ, শাহ আলম, পারভেজ, ফয়সাল সহ অত্র ইউনিয়নের জনসাধারণ।
বক্তারা বলেন শুধু মাত্র গরিব অসহায় মানুষের সাহায্য, রক্ত দান, করোনা কালীন মানুষ পাশে থাকলে হবে না আরো বেশি করে মানুষের সেবা করা যায়, সে দিকে সবাইকে সচেতন থাকতে হবে।
যুবসমাজকে মোবাইলে আসক্ত না হয়ে খেলাধূলা ও সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার আহবান জানান।
সংগঠনটি গত একবছর ধরে সামাজিক কাজ, গরিব মেয়েদের বিয়ে, অসুস্থদের আর্থিক অনুদান সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন।