বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

চাটখিলে নবনির্বাচিত ইউপি মেম্বার হামলার শিকার, প্রতিবাদে মানববন্ধন

 

চাটখিল প্রতিনিধিঃ চাটখিলে মোহাম্মদপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য হামলার শিকার হয়েছেন।
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার ওমর ফারুকের উপর হামলা ও তাকে হত্য চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে রেজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওমর ফারুকের মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার স্বামী মুক্তিযোদ্ধা। ফারুক মুক্তিযোদ্ধার সন্তান। আমার সন্তানকে যারা হত্যা করতে চেয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন রাজু, ঊপজেলা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, যুবরাজ, ফারুকের ভাই সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত যে,সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার গ্রহন করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওমর ফারুক। তিনি রেজ্জাকপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে এবং বদলকোট ইউনিয়ন (উত্তর) ছাত্রলীগ সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ