স্টাফ রিপোর্টোরঃ বিপুল উতসাহ উদ্দীপনায় চেয়ারম্যান নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চলের সভাপতি ও দলীয় মনোনীত নৌকা প্রতীক হাজী মোঃ মানিক।
গত ১০ জানুয়ারি সোমবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ৮নং নোয়াখলা ইউনিয়নের ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়। নারী ভোটারদের উপস্থিতি ছিল অনেক বেশি। সকাল থেকে বিকাল পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।
চেয়ারম্যান পদে হাজী মোঃ মানিক (নৌকা) ৭৬২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী ইব্রাহিম খলিল সোহাগ (ঘোড়া) ৪৬৪৫ ভোট পেয়েছেন। ইউনিয়ন ৯জন মেম্বার ও ৩জন মহিলা মেম্বার নির্বাচিত।
প্রসঙ্গ যে চলমান ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটখিল – সোনাইমুড়ি উপজেলা গত ৫ই জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়েছে। ৮নং নোয়াখলা ইউনিয়নে উচ্চ আদালতে স্থগিতের আদেশের পরিপেক্ষিতে আগামী ১০ই জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।