মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

চাটখিলে নোয়াখলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের দোয়া ও অভিষেক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টোরঃ

কনকনে শীতের বিদায়বেলায় বসন্তের শুরুতেই ফুলেল শুভেচ্ছায় উৎসবে রুপ নিয়েছে নোয়াখলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠান।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন পরিষদ চত্বরে (সোমবার) ২০ই ফেব্রুয়ারি সকাল ১১ টায় দোয়া, মিলাদ ও অভিষেক অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়েছে।
চাটখিল কলেজের সাবেক জিএস জাকির হোসেন বাবলুর সঞ্চালনায় কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ উল্যা মাস্টার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহীদ উল্যা ভান্ডারী, বাবুল এন্ড ব্রাদার্সের সত্তাধিকারি আলহাজ্ব মোহাম্মদ বাবুল, খিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন এবং নোয়াখলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মানিক।
আারও উপস্থিত ছিলেন সাবেক কাস্টমস কর্মকর্তা জাপর সাদেক, ধানমন্ডি ভয়েজ এর সিনিয়র শিক্ষক শাখাওয়াত হোসেন, কড়িহাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান ভুলু সহ রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য যে, গত ৫ই জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে, হাইকোর্টের একটি স্থগিতে আদেশের কারনে নোয়াখলা ইউনিয়ন পরিষদ নির্বাচন ১০ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ