স্টাফ রিপোর্টোরঃ
বহুল আলোচিত স্বেচ্চাসেবী সংগঠন অল অফ ওয়ান বিডি পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল আলোর দিশারীর বর্ষপূর্তী উৎসব ও নুতন স্কুল ভবনের উদ্বোধন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা রবিবার সকাল ১১ টায় আলোর দিশারি স্কুলের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (চাটখিল -সোনাইমুড়ি) আসন সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম। উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোসা, মেয়র নিজাম উদ্দিন ভিপি, ওসি (তদন্ত) হুমায়ন কবির, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মিজানুর রহমান বাবর, সাধারন সম্পাদক কামরুল কানন, জেলা পরিষদের সদস্য নাজমা আক্তার, ইউপি চেয়ারম্যান মেহেদী হাছান বাহালুল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামিমা আক্তার মেরী প্রমূখ।
ইসমাঈল হোসেন ও মিথিলা পিয়াসীর যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের মধ্যে নুতন পোশাক বিতরন করা হয়।