স্টাফ রিপোর্টোরঃ চাটখিলে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ ইয়াবা কারবারি আটকের খবর পাওয়া গেছে।
চাটখিল থানা সূত্রে জানা যায়, ১০ মার্চ বৃহস্পতিবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাইকার বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে ৭শ ৬০ পিস ইয়াবা ও ৭ বোতল বিদেশী মদ সহ থানা পুলিশ মুরাদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।