চাটখিল প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে মুক্তিযোদ্ধার নামে সড়কের উন্মোচন করা হয়েছে।
চাটখিলে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগ সড়কের নামফলক উন্মোচন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক। আজ ৭ই নভেম্বর (মঙ্গলবার) দুপুরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাটখিল-খিলপাড়া সড়কের নুতন এই নামের মোড়ক উন্মোচন করেন।
এ সময় ঢাকা থেকে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও নোয়াখালী থেকে জেলা প্রশাসক খোরশেদ আলম খান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন এবং বক্তব্য প্রদান করেন।
এই উপলক্ষে উপজেলার খিলপাড়া কাওমি মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকী, উপসচিব আবু নাসের বেগ, শেকৃবির অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ,
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোছার সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা রব্বান উল্যাহ, মীর হোসেন মিরন, হারুনুর রশিদ, ইমাম হোসেন প্রমূখ।