স্টাফ রিপোর্টোরঃ চাটখিলের কৃতি সন্তান বেগম রোকেয়া “শ্রেষ্ঠ জয়িতা” পুরষ্কার পেলেন সিংবাহুড়া গার্লস একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা নাদেরা হায়দার।
বেগম রোকেয়া দিবস (০৯ই ডিসেম্বর) পালন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে “শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে সিংবাহুড়া গার্লস একাডেমীর প্রতিষ্ঠাতা-প্রধান শিক্ষিকা মিসেস নাদেরা হায়দার “শ্রেষ্ঠ জয়িতা” পুরষ্কারে ভূষিত হলেন।
এই সম্মাননা মাধ্যমে সিংবাহুড়া গার্লস একাডেমীকে নিয়ে তাঁর প্রায় পাঁচ দশকের সংগ্রামের কিছুটা হলেও স্বীকৃতি মিললো।
নাদেরা হায়দার সিংবাহুড়া গার্লস একাডেমি জন্মলগ্ন থেকে প্রায় পাঁচ দশক ধরে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে বর্তমানে অবসরে আছেন।
তিনি কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আনোয়ারুল আজিম সাহেবের সহধর্মিণী। তিনি জীবনের বেশির ভাগ সময়ে নারী শিক্ষার জন্য ভূয়সী প্রশংসীত হয়েছেন। তিনি নারী শিক্ষার জন্য সর্বাদা কাজ করে যাচ্ছেন।
গতকাল ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসা হাত থেকে সম্মাননা গ্রহণ করেন।
উপস্থিত ছিলেন নাদেরা হায়দার এর ছোট ছেলে সড়ক ও সেতু বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ারুল নাসের। এবং তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর আনোয়ারুল কবিরের মাতা।