রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

চাটখিলে মোটরসাইকেলর সাথে বাসের সংঘর্ষে নিহত এক।

মো: মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):

ঢাকা রামগঞ্জ সড়কের চাটখিল ডাক বাংলা সংলগ্ন এলাকায় একটি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন কিশোর আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক অমিত হাসান (১৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন।

মৃত অমিত হাসান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌরসভার মির্জাপুর নোয়াবাড়ির নাসির মিয়ার ছেলে। একই ঘটনার আহত বাকী দুজন হচ্ছে একই এলাকার হানিফ মিয়ার ছেলে মিলন (১৫) আমিরের ছেলে শাওন(১৪)

স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, গত ১১ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ঃ৩০ দিকে রামগঞ্জ থেকে ছেড়ে আসা মাইজদীগামী একটি জননী বাস চাটখিল বাজারের প্রবেশমূখী ডাক বাংলার সামনে চাটখিল থেকে আসা তিন কিশোর আরোহীর মোটরসাইকেলটির সাথে জননী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। যার নাম্বার চাঁদপুর জ-১১-০০৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ