শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

চাটখিলে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

 

মনির হোসেন (স্টাফ রিপোর্টার):
‘শিক্ষার জন্য এসো আর মানুষের কল্যাণে বেরিয়ে যাও’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।
নোয়াখালীর চাটখিল উপজেলা মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম পর্ব অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ রাশেদুল হাসান।
দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান হোসেন ও মোঃ জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি এ্যাডঃ আনোয়ার হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী (বিএসসি), প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দীন, প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, ছায়েদুর রহমান শহিদ, আবুল হোসেন (বিএসসি), ম্যানেজিং কমিটির সদস্য নয়ন পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক তাহের আলী, সহকারী শিক্ষক আবু তাহের প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। সামনে তোমরাই দেশের হাল ধরবে। সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মোঃ ওমর ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ