মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):
নোয়াখালীর চাটখিলে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী ও রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) দুপর ১২ টায় আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর চাটখিল পৌর শহরে অবস্থিত ব্যক্তিগত কার্যালয় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবীব সমীর, নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান শিপন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজান, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ সিফায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কাশেম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক নজরুল দেওয়ান, জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক সুমন আহমেদ, নুর আলম জিকু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।