স্টাফ রিপোর্টেরঃ
চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম জমাদ্দারের নির্বাচনী ক্যাম্পের আসবাবপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
তিনি চলমান ইউনিয়নে পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন।
তার সমর্থকরা জানান, হাটপুকুরিয়া ইউনিয়নের বিনাতলায় তাদের একটি নির্বাচনী ক্যাম্প রয়েছে। শুক্রবার ৩১শে ডিসেম্বর সকালে ক্যাম্পটি খুলতে গিয়ে তারা দেখতে পান ক্যাম্পের দরজা ভাঙ্গা এবং ভেতরের সব আসবাবপত্র উধাও হয়ে গেছে। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, পাশ্ববর্তী ঠাকুর বাড়ির সামনে বকুল তলাতে ছাঁই হয়ে আছে সব আসবাবপত্র।
তাজুল ইসলাম জমাদ্দার জানিয়েছেন, তিনি ইউএনও এবং ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, তিনি ঘটনাটি তদন্ত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।