স্টাফ রিপোর্টোরঃ জনগণের সেবক হয়ে থাকতে চান দুই বারের সফল মেম্বার ও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘুড়ি প্রতীকে নির্বাচন করছেন আবু হানিফ রিপন।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ৮নং নোয়াখলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিংবাহুড়া গ্রামের আগামী ১০ই জানুয়ারি ভোট অনুষ্ঠিত হচ্ছে।
গত ১০ বছরের মেম্বার পদে নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট, সামাজিক উন্নয়ন, সহ এলাকায় বেশ কিছু উন্নয়ন করেছেন।
একান্ত সাক্ষাৎকারে আবু হানিফ রিপন জানান, তিনি পুনরায় নির্বাচিত হলে এলাকায় সামাজিক কাজের পাশা পাশি সরকারি সকল সুযোগ সুবিধা গুলো মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার আশ্বাস দেন।
এলাকায় সামাজিক উন্নয়নের সাথে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের প্রতিশ্রুতি ও ভোটারদের ভোট কামনা করে যাচ্ছেন। এবং সবার কাছে নিজের ভোটের প্রত্যাশা করেন।
প্রসঙ্গ যে চলমান ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাটখিল – সোনাইমুড়ি উপজেলা গত ৫ই জানুয়ারি ভোট অনুষ্ঠিত হয়েছে। ৮নং নোয়াখলা ইউনিয়নে উচ্চ আদালতে স্থগিতের আদেশের পরিপেক্ষিতে আগামী ১০ই জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাই প্রার্থীরা ভোটের মাঠে ব্যাস্ত সময় কাটাচ্ছেন।