মনির হোসেন (স্টাফ রিপোর্টোর): সারাদেশে পর্যায়ক্রমে Covid- 19 গন টিকার কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ নোয়াখোলা ইউনিয়নে ৪টি কমিউনিটি ক্লিনিকে গন টিকা দেওয়া হয়েছে।
আজ ১০ই অক্টোবর (বুধবার) নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ৮নং নোয়াখলা ইউনিয়নের ৪টি টিকা কেন্দ্রে গন টিকা দেওয়া হয়েছে। প্রায় ১৮শত নারী ও পুরুষের মাঝে গন টিকা দেওয়া হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হয়ে, দুপুর ২টা পর্যন্ত টিকা দেওয়া হয়েছে।
টিকা দেওয়া আগ মুহূর্ত থেকে, টিকা নিতে আগ্রহী নারী পুরুষেরা, সকাল থেকে কমিউনিটি ক্লিনিক গুলোতে লম্বা লাইনে দাড়িয়ে টিকা নেওয়ার জন্য দাড়িয়ে অপেক্ষা করতে থাকেন। এবং একধরনের উতসাহ লক্ষ্য করা যায় ।
টিকা কেন্দ সার্বিক সহযোগিতা করেন উপজেলা আওয়ামীলীগের ত্রান সম্পাদক ইব্রাহিম খলিল বাবুল, মঞ্জুর হোসেন ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আবু হানিফ রিপন।
ইউনিয়নের সব কেন্দ পরিদর্শন করেন, সামাজিক সংগঠনের অভিভাবক খ্যাত ও ৮নং নোয়াখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হাজি মোঃ মানিক।
স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন “মানব সেবা সংঘ” (সিংবাহুড়া)। সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষ কে টিকা দেওয়ার কাজে সহযোগিতা করেন সংগঠনের সদস্যরা।