স্টাফ রিপোর্টোরঃ সদ্য নির্বাচিত নোয়াখলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি মোঃ মানিক চাটখিল উপজেলা প্রেসক্লাবের মিট দ্যা প্রেসে উপস্থিত হন।
নোয়াখালী জেলার চাটখিলে উপজেলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (রবিবার) ২০ফেব্রুয়ারি সন্ধ্যায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাননের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর।
তিনি মাদকসহ, সামাজিক কাজে সাধারণ মানুষের পাশে নিজেকে বিলিয়ে দেওয়া প্রতিশ্রুতি দেন, এবং নিজের সম্মানিভাতা ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সহযোগিতা করবেন বলে জানান। জনগণের জানমালের নিরাপত্তা সহ প্রয়োজনীয় ডাক্তার ও এম্বুলেন্স সেবা দেওয়ার কথা জানান।
নিজের দেওয়া প্রতিশ্রুতি যথাযথ দায়িত্ব পালনে করে একটি মডেল ইউনিয়ন পরিষদ রুপান্তর করার কথা জানান।
আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ইয়াছিন চৌধুরী, যুগ্ন সম্পাদক রিয়াজ খান সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।