মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

চাষ করতে গিয়ে কৃষকরা পেলেন নারীর রগকাটা লাশ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ক্ষেতে বাম হাত ও দুই পায়ের রগকাটা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় পেকুয়া সদর নুইন্যামুইন্যা ব্রিজ বিলের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই নারীর পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহত নারীর নাম মোহছেনা আক্তার (৩৭)। তিনি কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে কৃষকরা ক্ষেতে চাষ করতে যাওয়ার সময় ওই লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি বলেন, লাশের আশপাশে কোনো রক্তের চিহ্ন নেই। তবে পরিহিত বোরকায় রক্তের দাগ রয়েছে। লাশের পাশেই একটি  ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগে মোবাইল ফোন, স্মার্টকার্ড ও কিছু টাকা রয়েছে। তা ছাড়া নিহতের ডান হাতে ঘড়ি রয়েছে।

তিনি আরও বলেন, স্মার্টকার্ডের তথ্যানুযায়ী নিহতের বাড়ি কক্সবাজার শহরে। তিনি কীভাবে পেকুয়া এলেন; কিংবা কে নিয়ে এলো কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে সিআইডি, পিবিআই ও পুলিশের ক্রাইম ইউনিট এসেছে। তারা লাশ ও ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ