লক্ষীপুর কমলনগড়ঃ
সাহেবের হাট ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের বিরুদ্ধে
স্থানীয় একটি কুচক্রী মহল মিথ্যা বানোয়াট অপব্যবহার ছড়াচ্ছে। আবুল খায়ের চেয়ারম্যান বলেন আমি স্থানীয় জনপ্রতিনিধি আমি সবার জন্য কাজ করে যাচ্ছি আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার নামে বিত্তীহিন মিথ্যা বানোয়াট অপব্যবহার ছরাচ্ছে একজন মানুষের মাঝে যদি সঠিক নেতৃত্বের গুণাবলী থাকে – তবে একদল অযোগ্য লোককেও তিনি অনেক বড় অর্জনের দিকে নিয়ে যেতে পারেন। নেতৃত্বের উক্তি দুর্বলের বুকে সাহস যোগায়, অবিশ্বাসীর মনে বিশ্বাসের জন্ম দেয়। মানুষ একা কিছু করতে পারে না। একজন মানুষের স্বপ্ন যত বড় – তার দলও তত বড় হতে হয়। একজন সত্যিকার নেতা তাঁর নিজের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন বহু মানুষের মাঝে। নেতাকে অনুসরন করে তারা নিজের শ্রম, ঘাম – এমনকি রক্ত দিতেও দ্বিধা করে না।আমি কখনো বি এনপি রাজনীতির সাথে জরিত ছিলাম না সাহেবের হাট ইউনিয়ন এর সাধারণ জনগণ এর তীব্র দিন্দা জানাচ্ছে।