মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

জাকারবার্গকে আইনি নোটিশ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার রোধ এবং এ দেশে এর কার্যক্রম নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীসহ চারজনের পক্ষে রেজিস্ট্রি ডাকে এই নোটিশ পাঠান ব্যারিস্টার তাপস কান্তি বল। জানা গেছে, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ছাড়াও বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে নোটিশগ্রহীতাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে নোটিশগ্রহীতাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ