বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

জাতির পিতার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না-এমপি শাওন

 

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে লালমোহন মুক্তি যোদ্ধা এ্যাভেনিউতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপ বন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির পিতার নেতৃত্বে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। জাতির পিতা স্বদেশে প্রত্যাবর্তণের মধ্যে দিয়ে অর্থনীতি মুক্তির যে স্বপ্ন দেখেছেন তারই কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন তিনবার রাষ্টীয় পরিচালনার দায়িত্ব নিয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করেছেন। জাতির পিতার কণ্যার নেতৃত্বে এক সময়ের তলা বিহীন ঝুড়ির দেশ বর্তমানে খাদ্য স্বয়ং সম্পর্ণতা অর্জণ করেছে এবং ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, আঃ মালেক, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন , পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনুজ তালুকদার, আ,ন,ম শাহাজামাল দুলালসহ আওয়ামিলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং পৌরসভার বিভিন্ন কাউন্সিলর এবং ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ