শফিক টুটুল পিরোজপুর
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন ও সহ সভাপতি মোঃ আলী তালুকদার তুষার এর নেতৃত্বে ১৯ এপ্রিল বেলা ১১টায় পিরোজপুর জেলা সদর এর কৃষ্ণচুড়া মোড় হইতে আনন্দ মিছিলটি বের হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিল শেষে এক আলোচনা সভায় কেন্দ্রীয় ছাত্রদলের নব নির্বাচিত কমিটির শুভ কামনা জ্ঞাপন করে দেশরত্ন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এ সময় বক্তারা পৃথক পৃথক বক্তৃতায় বলেন, কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সম্পাদক পদে বরিশালের কৃতি সন্তানের স্থান পাওয়ায় আমরা গৌরভ বোধ করছি এবং এই নব নির্বাচিত কমিটির নেতৃত্বে আগামির আন্দোলন সংগ্রাম আরো শক্তিশালী হবে বলে আশা করছি।