মোঃ শহিদুল ইসলাম শহিদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড সিমেন্ট ক্রসিং জামে মসজিদ সংস্কারের দাবিতে এলাকাবাসীও মুসল্লিগণের একত্রিত মানববন্ধন ১১ মার্চ শুক্রবার মসজিদ সংলগ্ন সড়কে সাইফুর রহমান রনি সঞ্চালনায় আক্কাস উদ্দিন সওদাগরের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান,ময়লা-আবর্জনা, স্যাতসেতে অজুখানা, মসজিদের পিছনে হাটু পানি, প্রস্রাব পায়খানার চলাচল পথে পরিত্যাক্ত নোংরা আর ইমাম মোয়াজ্জিনের রুমে এখনো থাকার অযোগ্য অবস্থায় এবং দুর্গন্ধ পরিবেশে অজু করে মসজিদের যাওয়ার অবস্থা আছে কি, নিশ্চয় নাই। এছাড়াও এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে পরবর্তীতে কঠোর কর্মসূচি যাওয়ার হুশিয়ারী প্রদান করেট,ফত।বক্তব্য রাখেন সভায় প্রধান অতিথি সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা হাজী মো. আসলাম ও আব্দুস সালাম, উপস্থিত ছিলেন মাহাবুব এলাহি,মোবারক রিয়াদ, হাজী আবছার মেম্বার, এডভোকেট বরকত উল্লাহ খান, শ্রমিক নেতা ওসমান আলী, আব্দুল হালিম, মুন সুর আলী, মোশারফ হোসেন রুবেল, হাবিব উল্লাহ, মন্জু, মো. ইলিয়াছ, আব্দুস সালাম, তাহের,শাওন,রুবেল,জানে আলম,প্রমুখ