মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাসে থাকা ছিনতাইকারী ধরে পুরস্কৃত হলেন সার্জেন্ট ইমরানুজ্জামান

 

মোঃ শহিদুল ইসলাম শহিদ
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

গত ০৬ নভেম্বর, ২০২১ খ্রী নগরীর ওয়াসা মোড়ে ডিউটিরত ছিলেন সার্জেন্ট ইমরানুজ্জামান। এসময় ওয়ারল্যাস সেটের মাধ্যমে সংবাদ পান, জিইসি থেকে একজন নারীর স্বর্ণের চেইন ছিনিয়ে মাইক্রোবাস নিয়ে পালাচ্ছে এক দল ছিনতাইকারী। বার্তা পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীদের ধরতে মাঝ রাস্তায় ছুটে যান তিনি। কিন্তু ছিনতাইকারীরাও কম যায় না। তাদের পথ রূদ্ধ হয়েছে সেটা টের পেয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে রাস্তায় থাকা বেশ কয়েকটি যানবাহনে এলোপাথাড়ি আঘাত হানে মাইক্রোটি। তবে নাছোড় বান্দা সার্জেন্ট ইমারুনুজ্জামানও। তিনি আশপাশে থাকা গাড়ি চালকদের সহযোগিতায় মাইক্রোটিকে আটকান। এরই মধ্যে মাইক্রোতে থাকা ছিনতাইকারীদের কয়েকজন পালিয়ে গেলেও চালককে আটক করতে সক্ষম হন তিনি।

অপরাধ দমনে এই সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সার্জেন্ট ইমরানকে পুরস্কৃত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অদ্য ২৮ নভেম্বর, ২০২১ খ্রী দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তাঁর হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক – দক্ষিণ) জনাব এন এম নাসিরুদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ