রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

জেমস ওয়েব টেলিস্কোপে তোলা প্রথম ছবি প্রকাশ

মহাকাশ গবেষণা সংস্থা নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা প্রথম ছবি প্রকাশ করেছে। এ ছবির মধ্যে টেলিস্কোপটির প্রাথমিক আয়নার ‘সেলফি’ও রয়েছে। নাসা জানিয়েছে, প্রকাশিত ছবিটি একটি তারার মোজাইজ ছবি, যা টেলিস্কোপটির প্রাথমিক আয়নার ১৮ সেগমেন্ট ব্যবহার করে তোলা হয়েছে।

এটিকে দেখতে কয়েকটি ঘোলা ডটের ছবি মনে হলেও, মিশন টিমের প্রত্যাশার চেয়েও বেশি। এই ছবির মাধ্যমে বিজ্ঞানীরা টেলিস্কোপের নেওয়ার ইনফ্রারেড ক্যামেরা (এনআইআর ক্যাম) ব্যবহার করে বৃহৎ আয়নাকে সঠিক মাপে বসাতে পারবে। ইতোমধ্যেই প্রাথমিক পর্যায় শেষ করেছেন নাসার বিজ্ঞানীরা। ছবিটি ২৫ ঘণ্টার প্রচেষ্টার ফসল। ১৫৬টি ভিন্ন স্থান থেকে এবং এনআইআর ক্যামের সেন্সর ব্যবহার করে তৈরি করা ১৫৬০টি ছবির প্রক্রিয়াকরণের মাধ্যমেই ভিজ্যুয়ালটি সামনে এসেছে। নাসা জানিয়েছে, ‘ছবি তোলা এবং টেলিস্কোপের আয়নগুলোকে সারিবদ্ধ করার কাজগুলো কতটা ভালোভাবে এগিয়ে চলছে সেটি দেখে পুরো মিশন টিম আনন্দিত’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ