বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

” জয় হৌক মানবতার ফাউন্ডেশন ও হাসি মুখ সবার ফাউন্ডেশন নামে ২টি সেচ্ছাসেবী সংগঠন” তাদের সংগঠন থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রংপুর জেলায় ” জয় হৌক মানবতার ফাউন্ডেশন ও হাসি মুখ সবার ফাউন্ডেশন নামে ২টি সেচ্ছাসেবী সংগঠন” তাদের সংগঠন থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

এর মধ্যে ৪ টি অসহায় পরিবারকে ১টি করে(লেপ,তোশক,মুজো,চাদর,জ্যাকেট ও টাউজার, বালিশ,মাথার অনলাইন টুপি) দেয়া হয়েছে.

৫০ টি পরিবারকে কম্বল ও হুডি দেয়া হয়েছে.

২নং রানীপুকুর ইউনিয়নের দৌলত নুরপুর গ্রামে এই শীতবস্ত্র বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ ( সেচ্ছাসেবী সংগঠনের)

পরিচালকঃ এস কে ইসলাম সভাপতি- মোঃ মাইনুল ইসলাম
সেক্রেটারি- মোঃ রিপন মিয়া

 

সদস্যঃ মোঃ মহব্বত মিয়া , মোঃ শাহীন মিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
ব্রেকিং নিউজ