ঝালকাঠিতে জমি নিয়ে পুরনো বিরোধের জেরে মিরাজ শেখ (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। সদর উপজেলার কেওড়া ইউনিয়নের নৈকাঠি বাজারে গতরাতে (মঙ্গলবার রাত ১০ টার দিকে) এ ঘটনা ঘটে। নিহত দিনমজুর মিরাজ নৈকাঠি গ্রামর সত্তার শেখের ছেলে।
মিরাজের পরিবারের অভিযোগ, সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম ও তার দলবল নিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাতেই হাসপাতালে মিরাজের মৃত্যু হয়।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’